চঞ্চল হোসাইন।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি //কুষ্টিয়া দৌলতপুরে মাহাবুবে সোবহানী দরবার শরীফ এর উদ্দ্যোগে করোনাকালীন মহামারী ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দুঃখী ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার সময় আদাবাড়ীয়া উত্তর পাড়া ঈদগাহ মাঠে বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক মোস্তাফিজুর রহমান খালেক এর সার্বিক ব্যবস্থাপনায় ও ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদসদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাড শারীফ উদ্দিন রিমন, গোলাম জাকারিয়া,মোফাজ্জেল হক, নজরুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারুফা ইয়াসমিস। এ সময় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।