আত্রাই প্রেসক্লাবে ঈদ উপহার দিলেন, প্রয়াত এমপির সহধর্মিণী সুলতানা পারভীন

মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃনিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ করে দিন "দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বললে যাবে" এই প্রতিপাদ্যকে যথারীতি সম্মান জানিয়ে নিজস্ব অর্থায়নে মানবিকতার টানে নওগাঁ-৬ আসনের প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের সহধর্মিণী সুলতানা পারভীন বিউটি  নওগাঁর আত্রাই প্রেসক্লাবে ঈদের উপহার দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 
 আজ দুপুরে নওগাঁর  আত্রাই প্রেসক্লাবে এসে  সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দেন। 

বিশ্বজুড়ে চলমাব মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম থেকেই বাংলার প্রাণপ্রিয় এই জন্মভূমির মাটি ও মানুষের টানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিউটি।  ইতোমধ্যেই করোনায় ঘরবন্দি মানুষের মাঝে তিনার সার্বিক অর্থায়নে ও নিজ প্রচেষ্টায় এলাকার হাজার হাজার অসহায় ও গরীব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলিও মতোভেদকে প্রাধান্য না দিয়ে একমাত্র আল্লাহ্পাকের উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে এবং 'মাননীয় মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার' প্রতি অনুপ্রাণিত হয়ে তার দেখিয়ে দেওয়া মানবতার পথকে বেঁছে নিয়ে নির্ভীক সৈনিকের মতো মনোবলসহ নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ