কয়রায় বন বিভাগের অভিযানে অবৈধ চিংড়ি ও কাঁকড়া আটক

ছবিঃ ইন্টারনেট

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন সংলগ্ন কয়রার শাকবাড়িয়া নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ১ শ কেজি অবৈধ চিংড়ি মাছ ও ২ বস্তা কাঁকড়া আটক করেছে বন বিভাগ। জানা গেছে গতকাল বুধবার রাত্রে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল অবৈধ চিংড়ি মাছ ও কাঁকড়া আটক করা হয়।
সম্প্রতি সুন্দরবন থেকে মাছ ও কাঁকড়া ধরা সম্পুর্ন নিষেধ করেছে বন বিভাগ। এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেনীর অসাধু জেলেরা মাছ ও কাঁকড়া ধরে তা খুলনায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার পথে মাছ ও কাঁকড়া আটক করা হয়।
আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশ মোতাবেক ৩৭ হাজার ৫ শ টাকায় নিলামে বিক্রি করা হয়।
এ ছাড়া কাঁকড়া গুলো নদীতে অবমুক্তি করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি  বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন,সুন্দরবন থেকে যাতে কোন প্রকার মাছ ও কাঁকড়া ধরতে না পারে তার জন্য প্রতিনিয়ত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ