মোহনগঞ্জে মাদক কারবারীসহ গ্রেফতার ৫ জন

আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক কারবারী ও ৩ জন সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করা হয়েছে। 
 
রবিবার(৪জুলাই) রাতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন,১.মোঃআমিরুল ইসলাম(২৪) পিতা মৃতঃতোতা মিয়া মাতা মোছাঃআমেনা খাতুন সাং পাইনসা উপজেলাঃপু্র্বধলা হাল সাংকুরপাড় থানাঃনেত্রকোনা সদর ২.সুব্রত সরকার(২০) পিতা মৃতঃরসিক সরকার মাতা সাবিত্রী রানী সরকার সাং বর্ণি থানাঃনেত্রকোনা সদর উভয়কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে এবং সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামীরা হলেন,১.মোঃ মাসুদ মিয়া পিতাঃ কালাচান ২.মোঃ কালাচান পিতাঃমৃত.ইদু খান উভয় সাং দলবল থানাঃ মোহনগঞ্জ ৩.মোঃ রুবেল মিয়া পিতাঃআবুল কাসেম সাং উত্তর দৌলতপুর থানাঃমোহনগঞ্জ জেলাঃনেত্রকোনা। 
এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, আটকের পর আজ সোমবার দুপুরে আসামীদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ