মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে গাঁজাসহ পেশাদার ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা হতে গাঁজাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (৬ জুলাই) রাতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মেসার্স খাঁন ব্রিকস এর সামনে আন্দুউড়া থেকে বুল্লা গামী পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে।

মোঃ উজ্জল মিয়া (২১) পিতাঃ- মোঃ জজ মিয়া গ্রাম- উত্তর সুরমা গোয়াছনগর, ও মোঃ আব্দুল মন্নান  মন্নাফ (৩৮) পিতা- মৃত আতর আলী গ্রাম- চানখাঁ বুল্লা, উভয় থানা- মাধবপুর, জেলা হবিগঞ্জকে  ৮ কেজি গাঁজা জব্দসহ ২জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ