সুমন হোসেন,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে সারা দেশের ন্যায় লকডাউন পর্যবেক্ষণ করেলেন ডিসি, এসপি ও ম্যাজিস্টেট মহোদয়।যশোর জেলা প্রশাসক তামিজুল ইসলাম খান বলেন, স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে। কেউ স্বাস্থ্য বিধি না মানলে তাকে আইনের আওতায় আনার ব্যাবস্থা করা হচ্ছে। এতে যশোরে সংক্রমণের হার কমবে বলে আশা করা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রফিকুল হাসান বলেন, লকডাউনের দ্বিতীয় সপ্তাহে এসে মাস্ক পরার অভ্যাস হয়েছে মানুষের মাঝে এটা লহ্ম্য করলাম । লকডাউনে মানুষ যেন বাইরে বের না হয় যেনো ঘরে থাকে সেটা। কেউ প্রয়োজনে বাইরে বের হলেও তারা যেনো মাস্ক পরে বের হয় সেদিকে খেয়াল করতে হবে। দেশের এই করোনা মহামারি আমরা মোকাবেলা করতে সহ্মম হবো বলে মনে করি।
এদিকে জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, আমরা যশোর জেলার সমস্ত জনপ্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ, সেচ্ছাসেবক সহ সকলে আমরা নিয়মিত টহল দিচ্ছি। যারা স্বাস্থ্য বিধি মানছে না তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। সকলের নিরাপত্তার নিশ্চিত করতেই নিয়মিত টহল কার্যক্রম চলতে থাকবে বলে জানান।