রাজশাহীতে কবি শামীমা নাইসের দু'টি কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

রাজশাহীতে কবি শামীমা নাইসের দু'টি কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
রাজশাহী প্রতিনিধিঃ প্রকৃতি ও জীবনের কবি শামীমা নাইস রচিত "নিমগ্ন প্রার্থনায় তুমি" এবং "শূণ্যতার প্রতিবিম্বে অতল জোছনা" দুইটি কাব্য গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে।এ সময় গ্রন্থ দুটির কবিতা থেকে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার বিকাল ৪ টা থেকে রাত ৮:৪৫ পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিকের সভাপতিত্বে ও কবি শাহনাওয়াজ প্রামানিক সুমন'র সঞ্চালনায় এ অনুভব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।মূল আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহা: তানবিরুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর সচিব মো: হুমায়ুন কবীর,কবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার ও কবি সৈয়দা শামসুন্নাহার মুক্তি।অনুষ্ঠানটি আয়োজন করেছিল প্রান্ত প্রকাশন।কাব্যগ্রন্থ দুটি থেকে বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনান কবি শামীমা নাইস,কবি কাবেরি সাহা,কবি হাবিবুল ইসলাম তোতা,কবি শামীমা ডেইজী লিপি, কবি আলমগীর মালেক,কবি মেহেবুব ইসলাম রহমত,কবি মজিদা বীথি,কবি রাশেদুন্নবী হাসান, কবি সেজুতী রহমান প্রমুখ।দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী হুমায়রা জান্নাত মিম ও সহিষ্ণুতা,রাজশাহী বেতার শিল্পী হাসিনা আকতার বীথি ও ফারজানা আলী দিনা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ