ফারুক আহমেদ সূর্য, উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট মানুষ'ই মূখ্য মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩ আগস্ট) ২০২৩ সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ভয়ংকর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে।
এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার এবং আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছে।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি.এম.এ মমিন এঁর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, উপাধ্যক্ষ, লালমনিরহাট সরকারি কলেজ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী, লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন রাজু প্রমূখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজির উল্যাহ।শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই বিষয়ে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানে পুরষ্কার ও সনদ প্রদান করা হয় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণী জুওয়াইরিয়া করিমসহ মোট ১৮ জন প্রতিযোগীদের এ পুরস্কার দেয়া হয়। এবং আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেসময় সকলে একসাথে উপস্থিত হন।