ঐ দেখা যায় শেওড়া গাাছ -মোঃ সুজন মাহামুদ খান

মোঃ সুজন মাহামুদ খান

ঐ দেখা যায় শেওড়া গাছ

ঐখানেতে ভুত মামা হাসে,
আপন মনে তারা মানুষকে ভয় দেখিয়ে নাচে।
সেদিক শেওড়া গাছে দেখি দুইটি ভুত
আপন মনে দেখছিলো তারা এদিক সেদিক ।
কেআসে কেপাশে
এই নিয়ে লাগলো ঝগড়া,
বড় ভুত আসে দাঁত বাকিয়ে
ছোট্ট ভুত আসে গাল তাকিয়ে।
এই নিয়ে কবি মনে পড়লো
মহাভাবনায়,
কেমন করে মানুষ যাবে জেলা শহর পাবনা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ