মোহাম্মদ রবিউল নিজস্ব প্রতিবেদক, সৌদি আরবঃসৌদি আরব রিয়াদে পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশী পল্লীতে শুনশান অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিন যাবত রিয়াদের বাতা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে এতে করে এই এলাকার বিভিন্ন বাংলাদেশী ব্যবসায়ী ও শ্রমিকদের উপর নেমে এসেছে এক দুর্বিসহ জীবন এখানে অধিকাংশ শ্রমিক ও ব্যবসায়ী যারা তাদের কাগজপত্র অনেকদিন যাবত সরকারি আকামা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিশেষ করে এই অবস্থা শুরু হয়েছে পুলিশের এই অভিযানে দেখা যাচ্ছে অনেকেরই আকামার মেয়াদ নেই অথবা অনেকে আকামার মেয়াদ গেলেও তারা অর্থের অভাবে আকামার মেয়াদ বৃদ্ধি করতে অপারক আবার এমনও আছে বাংলাদেশ থেকে অধিকাংশ শ্রমিক এখানে কাজ করতে আসার পরেই বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তাদেরকে কোন আকামা দেয়া হয় না এমন আছে যে দালাল ভিসা দিয়ে এনেছে কোনরকমে এয়ারপোর্ট পার করেছে এরপর ওইসব দালালের আর খোঁজ খবর থাকে না তখন এই সকল শ্রমিক নিরুপায় হয়ে এসব এলাকায় ব্যর্থ হয়ে কাজ করতে হয় এভাবে অনেক শ্রমিক বিপদের সম্মুখীন হচ্ছে তাই তারা যে সকল এলাকায় কাজ কামে কর্ম চঞ্চল ব্যস্ত থাকে পুলিশের এই অভিযানের কারণে তারা সেখানে কাজে ফিরতে পারছে না এমনকি পুলিশ তাদেরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গেই তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এই ভয়ে তারা কাজেও যোগদান করতে পারতেছে না এবং যারা ব্যবসা করে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না তাই এ সকল শ্রমিকদের বাংলাদেশের প্রতি আকুল আবেদন বাংলাদেশী প্রবাসী কর্তৃপক্ষ যেন এই বিষয়টি নজরে আনে দেশের রেমিটেন্স বৃদ্ধিতে যেন এসব শ্রমিক কাজে লাগতে পারে তারা যেন তার সুব্যবস্থা করে, যাতে করে এরকম আর কোনো বিপদের সম্মুখীন হতে না হয় এটাই সকলের কাম্য
সৌদি আরব রিয়াদে পুলিশের অভিযানে বাঙালি পল্লীতে শুনশান অবস্থা
মোহাম্মদ রবিউল নিজস্ব প্রতিবেদক, সৌদি আরবঃসৌদি আরব রিয়াদে পুলিশের বিশেষ অভিযানে বাংলাদেশী পল্লীতে শুনশান অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিন যাবত রিয়াদের বাতা এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছে এতে করে এই এলাকার বিভিন্ন বাংলাদেশী ব্যবসায়ী ও শ্রমিকদের উপর নেমে এসেছে এক দুর্বিসহ জীবন এখানে অধিকাংশ শ্রমিক ও ব্যবসায়ী যারা তাদের কাগজপত্র অনেকদিন যাবত সরকারি আকামা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বিশেষ করে এই অবস্থা শুরু হয়েছে পুলিশের এই অভিযানে দেখা যাচ্ছে অনেকেরই আকামার মেয়াদ নেই অথবা অনেকে আকামার মেয়াদ গেলেও তারা অর্থের অভাবে আকামার মেয়াদ বৃদ্ধি করতে অপারক আবার এমনও আছে বাংলাদেশ থেকে অধিকাংশ শ্রমিক এখানে কাজ করতে আসার পরেই বিভিন্ন দালালের খপ্পরে পড়ে তাদেরকে কোন আকামা দেয়া হয় না এমন আছে যে দালাল ভিসা দিয়ে এনেছে কোনরকমে এয়ারপোর্ট পার করেছে এরপর ওইসব দালালের আর খোঁজ খবর থাকে না তখন এই সকল শ্রমিক নিরুপায় হয়ে এসব এলাকায় ব্যর্থ হয়ে কাজ করতে হয় এভাবে অনেক শ্রমিক বিপদের সম্মুখীন হচ্ছে তাই তারা যে সকল এলাকায় কাজ কামে কর্ম চঞ্চল ব্যস্ত থাকে পুলিশের এই অভিযানের কারণে তারা সেখানে কাজে ফিরতে পারছে না এমনকি পুলিশ তাদেরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গেই তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে এই ভয়ে তারা কাজেও যোগদান করতে পারতেছে না এবং যারা ব্যবসা করে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না তাই এ সকল শ্রমিকদের বাংলাদেশের প্রতি আকুল আবেদন বাংলাদেশী প্রবাসী কর্তৃপক্ষ যেন এই বিষয়টি নজরে আনে দেশের রেমিটেন্স বৃদ্ধিতে যেন এসব শ্রমিক কাজে লাগতে পারে তারা যেন তার সুব্যবস্থা করে, যাতে করে এরকম আর কোনো বিপদের সম্মুখীন হতে না হয় এটাই সকলের কাম্য
