নওগাঁ-০৬ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রেজুর জনসংযোগ
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁর রাণীনগরে কালিগ্রাম ইউনিয়নে আজ শনিবার-২৮জুন-২০২৫ ইং রাণীনগর উপজেলা কালিগ্রাম ইউনিয়নে, রাতোয়াল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি'৷ গণ সংযোগ করেন, ৫১- নওগাঁ -৬ (আএাই রাণীনগর)
আএাই - রাণীনগর আসনের বিএনপির সম্মানিত সফল অভিভাবক, গণ মানুষের নেতা, জননেতা, জনাব এস এম রেজাউল ইসলাম রেজু।
যুগ্ম আহবায়ক, নওগাঁ জেলা বিএনপি।
সভাপতি, আএাই উপজেলা বিএনপি।