news

নওগাঁ-০৬ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী রেজুর জনসংযোগ 



মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো



নওগাঁর রাণীনগরে কালিগ্রাম ইউনিয়নে আজ শনিবার-২৮জুন-২০২৫ ইং রাণীনগর উপজেলা কালিগ্রাম ইউনিয়নে, রাতোয়াল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  বিএনপি'৷ গণ সংযোগ করেন, ৫১- নওগাঁ -৬ (আএাই রাণীনগর) 
আএাই - রাণীনগর আসনের বিএনপির সম্মানিত সফল অভিভাবক, গণ মানুষের নেতা, জননেতা, জনাব এস এম রেজাউল ইসলাম রেজু। 
যুগ্ম আহবায়ক, নওগাঁ জেলা বিএনপি। 
সভাপতি, আএাই উপজেলা বিএনপি।

সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ