মোঃ ফিরোজ হোসাইন
রাজশাহী ব্যুরো
নওগাঁ-০৬(আত্রাই
-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি বলেছেন- প্রায় ২ মাসের অধিক সময় পর স্হান পরিবর্তন করতে সকালবেলা যাত্রা শুরু।
পেছনে রয়ে গেল কত মন ,কত মানুষ আর কত স্মৃতিময় সময়। সামনে কে আছে,কি আছে জানিনা। শুধু জানি এই পথচলার গতি যে ক’দিন আছে, সে ক’দিন তো পেছনের স্মৃতিময় বোঝা কাঁধে নিয়ে সামনের দিকে এগুতেই হবে।
তিনি আরও বলেন- অনাগত দিনের যাত্রাপথের গন্তব্যস্হলগুলো কল্যানময় হোক, মঙ্গলময় হোক, সত্য ও সুন্দরের হোক -সেই কামনার দ্বীপ শিখাটি অনির্বাণ রাখতে তাঁর আশ্রয় অবারিত থাক ইয়া রব।
