জমজমাট গরুর হাট অতঃপর পুরনো রেষারেষিতে মারামারি




কুমিল্লা উত্তর জেলা, বাংগরা বাজার থানা প্রতিনিধি

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিটা গ্রাম-বন্দরে গরু, ছাগল ও মহিস এর ভীড় জমেছে। কুমিল্লা মুরাদনগর উপজেলাদিন বাংগরা বাজার নব গঠিত থানার রাজা চাপিতলা গ্রামে আজকে শেষ বাজারর উপচে পড়া ভীড় দেখা গেছে।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে সারি সারি গরু আসতে থাকে। দেশে মহামারী উপেক্ষা করে মানুষের ঢল দেখা যায়।

অতঃপর পূর্বের রেষধরে সকাল থেকে কিছু লোক জামেলা পাকাতে চায়। পরে আনুমানিক বেলা ১২ টা থেকে দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় বেশ কিছু লোক, ঘটনা স্থলে জানা জায়, পুরনো রেষারেষি জের ধরে পরিকল্পিতভাবেই আজকের মারামারি শুরু হয়। 

এতে আহত হয় চাপিতলা বাজার ধারের আবদুল মালেক কমিটি অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়, ৭ং ওয়ার্ড এর সাবেক রহিম ম্যাম্বার এর ছেলে ও ভাতিজা, এছাড়া বিপক্ষ দলের রিপন বর্তমান ৫ং ওয়ার্ডের মেম্বার এর ছোট ভাই, ও কাউছার নামের একজন।

তাৎক্ষণিক পুলিশের তৎপরতায় মারামারি সিথিল পর্যায় আসে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ