আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃমহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে মানিকগঞ্জ জেলায় এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ তসলিম উদ্দিন, সদর উপজেলা আমির মাওলানা ফজলুল হক, সদর সেক্রেটারি অ্যাডভোকেট সালাহ উদ্দিন এবং পৌর আমির মো. হুমায়ুন কবির।মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজ করা হয় । পাশাপাশি বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।বিজয় মিছিলে জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
