ঢাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মানিকগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

মানিকগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা এই ক্যাম্প চলে। এ সময় প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডা. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা থেকে আগত ১০ জন চিকিৎসক, ৮ জন টেকনেশিয়ান, ১৫ জন সহকারী ও ২০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রমে অংশ নেন। সাধারণ চিকিৎসা পরামর্শের পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরণের স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া হয়।ক্যাম্পে জামায়াতের আসন নির্বাচন পরিচালকের দায়িত্বে থাকা ওমর ফারুক, শিবালয় থানা আমির হাফেজ হাতেম আলি, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেবা গ্রহণ করতে আসা অনেকেই জানান, তাঁরা নদীভাঙন এলাকার দরিদ্র মানুষ। ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক নিজে উপস্থিত থেকে চিকিৎসা দিয়েছেন এবং ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদের এনেছেন—এটি তাঁদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডা. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন,"আমি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় সর্বোচ্চটা করতে চাই। আমি এমপি হই বা না হই, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমার এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার অধিকার রয়েছে, আর আমি তাঁদের পাশে থাকবো ইনশাআল্লাহ।"তিনি সফলভাবে এই স্বাস্থ্য শিবির আয়োজন করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রুকন সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর উপজেলা

 রুকন সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর উপজেলা


আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার সকাল ৭টায় মানিকগঞ্জ সদর উপজেলার তিতুমীর মসজিদের দোতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, নায়েবে আমির, জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর থানার আমির ফজলুল হক।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানিকগঞ্জ-৩ আসনে আসন্ন নির্বাচনে বুথভিত্তিক কমিটি গঠন করতে হবে।”সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন সাদিরুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি, মানিকগঞ্জ সদর উপজেলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন, সেক্রেটারি, মানিকগঞ্জ সদর উপজেলা।এ সময় মানিকগঞ্জ সদর থানার সকল দায়িত্বশীল নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 মানিকগঞ্জে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃমানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, প্রধান উপদেষ্টা, মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ, জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ ও শিল্পকথন সম্পাদক মো: রফিকুল হায়দার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: হুমায়ুন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা ফজলুল হক বিপ্লবী আমির বাংলাদেশ জামায়াতে  ইসলামী মানিকগঞ্জ সদর থানা। 

সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সভাপতি মো. মোমেনুর রহমান সালেহী।বক্তাদের বক্তব্য অনুষ্ঠানে বক্তারা বলেন,“সংস্কৃতি জাতির আত্মপরিচয় বহন করে। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।”সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।উপস্থিতিনঅনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক কর্মী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মানিকগঞ্জ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, শিল্পকলা একাডেমি

শিক্ষাঙ্গণ হোক কেবল শিক্ষক ও শিক্ষার্থীদের

শিক্ষাঙ্গণ হোক কেবল শিক্ষক ও শিক্ষার্থীদের

মঈনউদ্দিন:  থাকবে না কোনো দলীয় রাজনীতির আধিপত্য। ডাকসু নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তারের সংবাদ সম্মেলন। ডাকসু নির্বাচনে ভিপি পদে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন..নতুন জীবন —নতুন রাজনীতি —সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র —মানবতার রাজনীতি।ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি পদে প্রার্থী তাহমিনা আক্তারের আবেদন—ডাকসু নির্বাচনে ভিপি প্রাথী তাহমিনা আক্তার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন, স্রষ্টার নামে স্রষ্টার রেসালাতের আলোকে মানবতাভিত্তিক ধর্মের মৌলিক সত্য— জীবনের মৌলিক সত্য— বস্তুর উর্ধে মানবসত্তার পুনরুজ্জীবন, মানবতার রাজনীতির পুনরুজ্জীবন, মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্বব্যবস্থা পুনরুজ্জীবনের বিপ্লব ব্যতীত ধর্মের নামে অধর্মের স্বৈরদস্যুতা এবং বস্তুবাদি জাতীয়তাবাদি মিথ্যার আঁধার স্বৈরদস্যুতা থেকে সত্য ও জীবন এবং মানবতার মুক্তি অসম্ভব যেমন সূর্যোদয় ছাড়া প্রভাত অসম্ভব।
শিক্ষা জীবন শিক্ষা প্রতিষ্ঠান সত্য—মিথ্যা, আলো—আঁধার, জীবনের সুপথ—বিপথ চিনার বুঝার অতি জরুরী সময়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা বর্তমানে সত্য ও মানবতা ভিত্তিক নয় বরং মিথ্যা ও আঁধার ভিত্তিক, দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের সত্য ও জীবনের সত্য এবং মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়ার দিশা নেই বরং আছে বিপরীত বিষাক্ত আঁধার দিশা। কারণ রাজনীতিই প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রক প্রধান শক্তি। মিথ্যা—জুলুম স্বৈরদস্যুতার মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি ই এখন একচেটিয়া জীবন ও দুনিয়া নিয়ন্ত্রণ করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
রাজনীতি জীবননীতির অবিচ্ছেদ্য বিষয়। রাজনীতি থেকে জীবনের কোন কিছুই আলাদা নয়। প্রত্যেক রাজনীতির মূলে আছে কোনো না কোনো ধর্ম বা অধর্ম বা কোনো না কোনো মতবাদ। কিন্তু মানুষ হিসেবে এবং যে কোনো স্রষ্টা ভিত্তিক ধর্মের মানবিক মূল্যবোধের ধারক হিসেবে আমাদেরকে মানবতার রাজনীতি ও মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি অবশ্যই বুঝতে হবে। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া বুঝা মানুষ হিসাবে নিজের জীবন ও জীবনের অধিকার—স্বাধীনতা—নিরাপত্তা—জীবনের গতি—বিকাশ—পরিধি— জীবনের শত্রু—মিত্র বোঝা অবিচ্ছেদ্য একাকার বিষয়।
ভিপি প্রাথী তাহমিনা আক্তার বলেন, আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট World humanity revolution student front জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ায় বিপ্লবী সংগঠন। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি স্বৈরতার রাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির বিনাশী ধারা থেকে জীবন মানবতার মুক্তির বিপ্লবী সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একক ধর্ম বা একক গোষ্ঠীর সংগঠন নয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব ধর্মের সব মতপথের সব মানুষের জীবন ভিত্তিক সংগঠন, সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার সবার জীবনের স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সংগঠন, সব মানুষের সবার সংকটে পাশে দাঁড়ানোর সংগঠন, সব মানুষের সুরক্ষার সংগঠন, সব মানুষের আত্মামালিকানা ও রাষ্ট্রীয়মালিকানা ও বিশ্বনাগরিকত্ব পূণঃপ্রতিষ্ঠার সংগঠন, আমরা অখন্ড মানবিক ভ্রাতৃত্ব ও মানবিক সাম্যের জীবন ও দুনিয়া গড়ার সংগঠন। 
জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রেসালাতের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসে এক মানুষ সব মানুষ— সব মানুষ এক মানুষ, সব মানুষ ভাই ভাই — মানবতার দুনিয়া চাই , জীবনের এই সূত্রের ভিত্তিতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সত্য ও মানবতার মুক্তি সাধনায় উৎসর্গীকৃত হয়ে আমরা মানবিক ভাই বোন সবাই কাজ করি।
আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্রসমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং এই দাবিগুলোর ভিত্তিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থীকে ভোট দেই তাহলে বাস্তবায়ন সহজ হবে।
১) দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই।
২) মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল চাই।
৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মন্ডলী ও ছাত্র সংসদ কে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে এবং যে দল থেকেই নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাে ব না।
৪) সকল পরীক্ষা ফি বন্ধ করতে হবে।
৫) ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্র—ছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৬) আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে এবং সকল প্রকার কোটা বন্ধ করতে হবে।
৭) সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক
আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকেঃ—

* রেজাউল কাওসার
(সভাপতিঃ ইনসানিয়াত বিপ্লব 
Humanity revolution স্টুডেন্ট ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)
মোবাইলঃ ০১৭২০ ৪৯ ৪৯ ২৮

জৈষ্ঠ্য সাংবাদিক বিভোরঞ্জন নিখোঁজের ১ দিন পর লাশ মিললো নারায়ণগঞ্জের মেঘনা নদীতে

জৈষ্ঠ্য সাংবাদিক বিভোরঞ্জন নিখোঁজের ১ দিন পর লাশ মিললো নারায়ণগঞ্জের মেঘনা নদীতে
জৈষ্ঠ্য সাংবাদিক বিভোরঞ্জন
স্টাফ রিপোর্টার:-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া  এলাকা ঘেঁষা মেঘনা নদীতে একটি লাশ ভাসছিলো।স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে  ৯৯৯ এ কল করে বিষয় টি জানালে, বন্দর থানা পুলিশ সহ নৌ পুলিশ লাশ উদ্ধার করেন। পরে, রমনা থানা পুলিশের সাথে যোগাযোগ করে  লাশটি যে বিভোরঞ্জনের তা নিশ্চিত করা হয়।

মৃত দেহ টি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন লাশ উদ্ধারের  সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি বন্দর নৌ পুলিশ তদন্ত করছেন।