শিক্ষাঙ্গণ হোক কেবল শিক্ষক ও শিক্ষার্থীদের


মঈনউদ্দিন:  থাকবে না কোনো দলীয় রাজনীতির আধিপত্য। ডাকসু নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তারের সংবাদ সম্মেলন। ডাকসু নির্বাচনে ভিপি পদে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন..নতুন জীবন —নতুন রাজনীতি —সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র —মানবতার রাজনীতি।ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি পদে প্রার্থী তাহমিনা আক্তারের আবেদন—ডাকসু নির্বাচনে ভিপি প্রাথী তাহমিনা আক্তার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বলেন, স্রষ্টার নামে স্রষ্টার রেসালাতের আলোকে মানবতাভিত্তিক ধর্মের মৌলিক সত্য— জীবনের মৌলিক সত্য— বস্তুর উর্ধে মানবসত্তার পুনরুজ্জীবন, মানবতার রাজনীতির পুনরুজ্জীবন, মানবতার রাষ্ট্র ও মানবতার বিশ্বব্যবস্থা পুনরুজ্জীবনের বিপ্লব ব্যতীত ধর্মের নামে অধর্মের স্বৈরদস্যুতা এবং বস্তুবাদি জাতীয়তাবাদি মিথ্যার আঁধার স্বৈরদস্যুতা থেকে সত্য ও জীবন এবং মানবতার মুক্তি অসম্ভব যেমন সূর্যোদয় ছাড়া প্রভাত অসম্ভব।
শিক্ষা জীবন শিক্ষা প্রতিষ্ঠান সত্য—মিথ্যা, আলো—আঁধার, জীবনের সুপথ—বিপথ চিনার বুঝার অতি জরুরী সময়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা বর্তমানে সত্য ও মানবতা ভিত্তিক নয় বরং মিথ্যা ও আঁধার ভিত্তিক, দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মের সত্য ও জীবনের সত্য এবং মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়ার দিশা নেই বরং আছে বিপরীত বিষাক্ত আঁধার দিশা। কারণ রাজনীতিই প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ার নিয়ন্ত্রক প্রধান শক্তি। মিথ্যা—জুলুম স্বৈরদস্যুতার মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি ই এখন একচেটিয়া জীবন ও দুনিয়া নিয়ন্ত্রণ করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
রাজনীতি জীবননীতির অবিচ্ছেদ্য বিষয়। রাজনীতি থেকে জীবনের কোন কিছুই আলাদা নয়। প্রত্যেক রাজনীতির মূলে আছে কোনো না কোনো ধর্ম বা অধর্ম বা কোনো না কোনো মতবাদ। কিন্তু মানুষ হিসেবে এবং যে কোনো স্রষ্টা ভিত্তিক ধর্মের মানবিক মূল্যবোধের ধারক হিসেবে আমাদেরকে মানবতার রাজনীতি ও মানবতাবিধ্বংসী স্বৈররাজনীতি অবশ্যই বুঝতে হবে। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া বুঝা মানুষ হিসাবে নিজের জীবন ও জীবনের অধিকার—স্বাধীনতা—নিরাপত্তা—জীবনের গতি—বিকাশ—পরিধি— জীবনের শত্রু—মিত্র বোঝা অবিচ্ছেদ্য একাকার বিষয়।
ভিপি প্রাথী তাহমিনা আক্তার বলেন, আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট World humanity revolution student front জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ায় বিপ্লবী সংগঠন। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি স্বৈরতার রাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির বিনাশী ধারা থেকে জীবন মানবতার মুক্তির বিপ্লবী সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একক ধর্ম বা একক গোষ্ঠীর সংগঠন নয়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব ধর্মের সব মতপথের সব মানুষের জীবন ভিত্তিক সংগঠন, সব ধর্মের সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার সবার জীবনের স্বাধীনতা মর্যাদা ভিত্তিক সংগঠন, সব মানুষের সবার সংকটে পাশে দাঁড়ানোর সংগঠন, সব মানুষের সুরক্ষার সংগঠন, সব মানুষের আত্মামালিকানা ও রাষ্ট্রীয়মালিকানা ও বিশ্বনাগরিকত্ব পূণঃপ্রতিষ্ঠার সংগঠন, আমরা অখন্ড মানবিক ভ্রাতৃত্ব ও মানবিক সাম্যের জীবন ও দুনিয়া গড়ার সংগঠন। 
জীবনের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রেসালাতের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসে এক মানুষ সব মানুষ— সব মানুষ এক মানুষ, সব মানুষ ভাই ভাই — মানবতার দুনিয়া চাই , জীবনের এই সূত্রের ভিত্তিতে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সত্য ও মানবতার মুক্তি সাধনায় উৎসর্গীকৃত হয়ে আমরা মানবিক ভাই বোন সবাই কাজ করি।
আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্রসমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং এই দাবিগুলোর ভিত্তিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থীকে ভোট দেই তাহলে বাস্তবায়ন সহজ হবে।
১) দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই।
২) মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল চাই।
৩) বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মন্ডলী ও ছাত্র সংসদ কে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে এবং যে দল থেকেই নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাে ব না।
৪) সকল পরীক্ষা ফি বন্ধ করতে হবে।
৫) ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্র—ছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে।
৬) আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে এবং সকল প্রকার কোটা বন্ধ করতে হবে।
৭) সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদি সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে ছাত্রীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক
আল্লামা ইমাম হায়াতের দিশার আলোকেঃ—

* রেজাউল কাওসার
(সভাপতিঃ ইনসানিয়াত বিপ্লব 
Humanity revolution স্টুডেন্ট ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)
মোবাইলঃ ০১৭২০ ৪৯ ৪৯ ২৮

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ