উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী,২ দিন ব্যাপী বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ অফিসার সুদীপ্ত বিশ্বাস, ফিল্ড ডাক্তার মিলন কুমার মন্ডল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সুব্রত কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের বাড়ি বসে স্থানীয় সম্পদ ব্যবহার করে অর্থ উপার্জন করার কৌশল সম্পর্কে অবগত করা।
আলোচনার বিষয় ছিল : ১. গবাদি প্রাণী ও হাঁস- মুরগির পালন। ২. গবাদি প্রাণীর ও হাঁস-মুরগির বাসস্থান। ৩. গবেতে প্রাণীর খাবার। ৪. গবাদি প্রাণীর টিকা সংক্রান্ত বিষয়। ৫. হাঁস মুরগির ভ্যাকসিন ৬. গবাদী প্রাণীর বিভিন্ন রোগ এবং তার ঔষধ সম্পর্কে আলোচনা।প্রশিক্ষণ শেষে সালমা আক্তার বলেন আমি এতদিন ধরে ছাগল পালন করি কিন্তু ছাগল পালন সম্পর্কে অনেক বিষয়ে জানতাম না প্রশিক্ষণ টি পেয়ে আমারা অনেক কিছু জানতে পারলাম। উক্ত প্রশিক্ষণটি দেয়ার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।