বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


মোঃ মুরাদ হোসেন,বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি
: যশোর সদরের বসুন্দিয়া মোড়ে অবস্থিত লিটিল এ্যঞ্জেল ইনস্টিটিউট এর পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। 

লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ইকবাল কবির খান এর সভাপতিত্বে পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও যশোর কিন্ডারগার্টেন এ্যসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বসুন্দিয়া টিচার্স এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আক্তারুল আলম, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বক্তৃতা করেন। অতিথিবৃন্দ দুই বছর পূর্ণ হওয়া এই ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য কামনা এবং বিদায়ী শিক্ষার্থীদের একেকজন যোগ্য নাগরিক এবং দেশপ্রেমিক হিসাবে জীবন গঠন ও অধ্যবসায়ের বিষয়ের দিকনির্দেশনা দেন। 

অনুষ্ঠান সফল করতে সক্রিয়ভাবে কাজ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার তুলি, মনিরা পারভিন, দিলরুবা সুলতানা, কৃষ্ণা দেবনাথ। শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠান অত্যন্ত আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ