![]() |
| গ্রেফতার দুই যুবক |
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো. রিফাজুল ইসলাম রাতুল (২৯) ও কাজিয়াটি এলাকার কামাল মোল্লার ছেলে রাকিব হাসান রনি (২৮)।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিায়ানে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে ওই দুই যুবককে ৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আজ শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
