যশোরের নবাগত জেল প্রশাসক কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছেন

কেশবপুর( যশোর) সংবাদদাতা: যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান সোমবার কেশবপুর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের রজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সাথ মতবিনিময় করেছেন।বেলা সাড়ে ১১ টায় কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুনের সভপতিত্বে, এ মতবিনিময় 
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বস, বৈষম্যবিরোধী ছাত্র নেতা সম্রাট হোসেন, সাংবাদিক রুহুল কুদ্দুস,এনামুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন, সমাজসেবা অফিসার মোঃ রোকনউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন য়শোর কেশবপুর উপজেলাকে দুর্নীতি অনিয়য়ম,সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে হলে সকলকে দূর্নীতি, স্বজন প্রতি, চাঁদাবাজী, মুক্ত করে নতুন করে গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। জেলা প্রশাসক বলেন আগামী সংসদ নির্বাচন উংসব মুখর পরিবেশে হবে যা চলবে যুগ যুগ ধরে। জেল প্রশাসক  বিকেলে উপজেলা পরিষদে হল রুমে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের উদ্ভোধন করেন এখানে কুলি,ভাবা,পাকান,পিঠা সহ ১৭ প্রকার পিঠার আয়োজন করা হয়। একই সাথে এলাকা মহিলাদেও পক্ষ থেকে কাঁথা,শাড়ীসহ হাতে কাজ করা হরেক রকম প্রসাধনীর আয়োজন করা হয়। এসব দেখে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করা সহ তাদের এ ধরনে কাজে আর গতি সৃষ্টির লক্ষে সহযোগীতা করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ