নাটোরের লালপুর পদ্মা নদীতে ডুবে এক যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরোঃ  নাটোরের লালপুর উপজেলার তিলকপুর বালুরঘাটে আজ শনিবার ৩০ আগষ্ট ২০২৫পদ্মা নদীতে ডুবে আকাশ(১৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায় লালপুর উপজেলার তিলকপুর গ্রামের শাহিনের আলমের ছেলে আকাশ।স্থানীয় ইউপি সদস্য মো.রজব আলী বলেন,আকাশ এবং তার বন্ধুরা মিলে তিলকপুর পদ্দা নদীর তীরে ফুটবল খেলতেছিল।খেলতে খেলতে  এক পর্যায়ে বলটি নদীতে পরে যায় আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে বলটি তুলতে গিয়ে আকাশ পানিতে ডুবে যায়।

এ সময় স্থানীয়রা তাহাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এবিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মনজুর রহমান। লালপুর থানার ওসি মো.রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে ও মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ