অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের নবীন ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথাবার্তা বলে রিফ্রেশমেন্ট ইভেন্ট পরিচালনার জন্য সাধারণ সম্পাদককে অনুমতি প্রদান করেন সভাপতি। এরপর একে একে বালিশ খেলা, শর্টকিক ফুটবল ও মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছাস লক্ষ্য করা যায়। এসব ইভেন্টে জয়ী হওয়া শিক্ষার্থীরা হলেন বালিশ খেলা: ১ম হয়েছেন আশা (২৪-২৫), ২য় হয়েছেন মিথিলা (২৪-২৫), ৩য় হয়েছেন রোজা (২১-২২)। মোরগ লড়াই: ১ম হয়েছেন অনিক (২৩-২৪), ২য় হয়েছেন নিরমল (২৩-২৪), ৩য় হয়েছেন সজীব (২৪-২৫)। ইভেন্ট শেষ হওয়ার পর ২০ মিনিট নামাজের বিরতি দেওয়ার পর দুপুরের খাবার গ্রহণ করা হয়। এসময় সমবেতভাবে প্রত্যেকেই একসাথে বসে খাবার গ্রহণ করেন।
খাবার গ্রহণের পর শুরু হয় মতবিনিময় সভা। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক আলোচনা করে শিক্ষক উপদেষ্টাবৃন্দ এবং সর্বশেষ এসোসিয়েশনের সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেন এসোসিয়েশনের সভাপতি মুশফিকুর রহমান ইমন। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া চড়ুইভাতি ও মতবিনিময় সভা শেষ হয় বিকাল ৫ টার দিকে।উল্লেখ্য, টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সামাজিক ও জনকল্যাণমুখী কাজের সাথে জড়িত।