মানিকগঞ্জে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃমানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম, প্রধান উপদেষ্টা, মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ, জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ ও শিল্পকথন সম্পাদক মো: রফিকুল হায়দার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো: হুমায়ুন কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা ফজলুল হক বিপ্লবী আমির বাংলাদেশ জামায়াতে  ইসলামী মানিকগঞ্জ সদর থানা। 

সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সভাপতি মো. মোমেনুর রহমান সালেহী।বক্তাদের বক্তব্য অনুষ্ঠানে বক্তারা বলেন,“সংস্কৃতি জাতির আত্মপরিচয় বহন করে। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।”সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।উপস্থিতিনঅনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক কর্মী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মানিকগঞ্জ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, শিল্পকলা একাডেমি


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ