আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা এই ক্যাম্প চলে। এ সময় প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ডা. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা থেকে আগত ১০ জন চিকিৎসক, ৮ জন টেকনেশিয়ান, ১৫ জন সহকারী ও ২০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রমে অংশ নেন। সাধারণ চিকিৎসা পরামর্শের পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরণের স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া হয়।ক্যাম্পে জামায়াতের আসন নির্বাচন পরিচালকের দায়িত্বে থাকা ওমর ফারুক, শিবালয় থানা আমির হাফেজ হাতেম আলি, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেবা গ্রহণ করতে আসা অনেকেই জানান, তাঁরা নদীভাঙন এলাকার দরিদ্র মানুষ। ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক নিজে উপস্থিত থেকে চিকিৎসা দিয়েছেন এবং ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদের এনেছেন—এটি তাঁদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডা. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন,"আমি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় সর্বোচ্চটা করতে চাই। আমি এমপি হই বা না হই, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমার এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার অধিকার রয়েছে, আর আমি তাঁদের পাশে থাকবো ইনশাআল্লাহ।"তিনি সফলভাবে এই স্বাস্থ্য শিবির আয়োজন করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।