রামুর অক্সিজেন সংগঠনের উদ্যােগে মাক্স বিতরণ

আনিস নাঈমুল,কক্সবাজার :রম্যভূমি রামুর নবপ্রতিষ্ঠিত বন্ধু প্রতিম সংগঠন অক্সিজেনের উদ্যোগে মাক্সবিতরন কর্মসূচী ও  অসহায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

১০ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে মাস্ক বিতরন করে সংগঠনের সকল সদস্যরা। রামু ল্যাবরেটরি স্কুল,মধ্যম মেরোংলোয়া নূরানী একাডেমি,চৌমুহনী স্টেশনে করোনা ভাইরাসের নিয়ে অসচেতন মানুষকে সচেতন করে এবং মাস্ক বিতরন করেন।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, সভাপতি বিপ্লব বড়ুয়া, সাধারণ সম্পাদক তানজিমুল রশিদ মাহিম, সাংগঠনিক সম্পাদক মো. সায়েম, সি. সভাপতি তানভিরুল ইসলাম, সহ সা. সম্পাদক সাফাত সিকদার, সহ-সভাপতি মো. ইউসুফ, যুগ্ন সা. সম্পাদক মুকিত, ইয়াসিন, প্রবাল, কফিল উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক জিশান, দপ্তর সম্পাদক মো. খালেদ মোশারফ জিয়াদ, অর্থ সম্পাদক আজমল হোসাইন জাওয়াদ,ক্রীড়া সম্পাদক দিদারুল আলম, সহ-ক্রীড়া বিশাল ধর, প্রচার সম্পাদক সাকিব,কার্যকরী সদস্য তৌফিকুর রহমান রাজ, মো. ইমরান সহ প্রমুখ। 

অত্র সংগঠনের উদ্দেশ্য রামুর ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মাহবুব ও শিক্ষকগণ, পরিচালকগণ বলেন, তোমাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানায়।তোমরা সমাজের যেকোন কাজে অসহায় মানুষের ও সামাজিক যেকোন কাজে যাতে সর্বদা এগিয়ে যাও এ আশা ব্যক্ত করছি।তোমাদের ভবিষ্যৎ সফলতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ