মোঃরুবেল হোসাঈন শুভ,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৩ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা নিহত জেলের মরাদেহসহ আর ১২ জেলেকে জীবিত উদ্ধার করে।নিহত রায়হান (২৫) হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের ফরিদউদ্দিনের ছেলে । বুধবার ২৯ জুলাই ভোরে হাতিয়ার রহমত খাল নামক স্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিনে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ডের পাশে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। হাতিয়ার থানার অফিসার আবুল খায়ের ২ টায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান নৌকাটি বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকায় পৌছলে বৈরী আবহাওয়ার মুখে পড়ে।এ সময় প্রচন্ড বাতাস ও তীব্র ঢেউয়ে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার নৌকাটি ডুবে যায়।পরে মাছ ধরার অন্য একটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করেন।
