আশাশুনিতে প্রাম্ভিক কর্মশালা অনুষ্ঠিত





আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃ   
আশাশুনিতে কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রাম্ভিক কর্মশালা অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা কিশোরী প্রজেক্ট এর আয়োজনে ও ডিজ্যাবল রিহ্যাবিলিটিশন এন্ড রিসার্চ এ্যাসোসিয়েশনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। কর্মশালা উদ্বোধনকালে এবিএম মোস্তাকিম বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের 

সবাইকে আন্তরিক হওয়াসহ বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় 

রাখা ও মাক্স ব্যবহার নিশ্চিত করতে হবে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার, এনজিও প্রতিনিধি নারী কন্ঠের উপজেলা সুপারভাইজার মজিফা খাতুন, প্রাইড প্রোজেক্টের কোঅর্ডিনেটর মুজিবর রহমান অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ