বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ বিদ্যালয়ের অতীতের সকল উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরে শিক্ষার্থী এবং অভিভাবকদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার ব্যাপারে বিশেষভাবে আহ্বান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু। জনতা ব্যাংকের সাবেক এজিএম এমন এ করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, পদ্মবিলা কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ নাজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি শেখ আনোয়ার হোসেন, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ এস আই ফিরোজ হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান এর সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিকক মাওলানা সাইফুর রহমান, মোঃ আমিরুল ইসলাম, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবু বকর, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, জঙ্গলবাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফসিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রোজী ইসলাম।
