সম্রাট হোসেন শৈলকুপা উপজেলা প্রতিনিধি
০১/০৭/২০২০ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় নতুন করে আরাও চার জন করোনায় আক্রান্ত হয়েছে। একজন কুষ্টিয়া মেডিকেলের মৃত্যু পর রিপট পজেটিভ এসেছে।নিচেই আক্রান্তদের এলকা সহ দেওয়া হলো।
শৈলকূপা-উপজেলা
১.রানীনগর ২.রানীনগর ৩.ফুলহরী ৪.সারুটিয়া(মৃত্যুর পরে ফলাফল এসেছে)
মোট আক্রান্ত ৩৫+৪=৩৯
মোট মৃত্যু ১+১=২ জন (মৃত্যু পর রিপোর্ট পজেটিভ)
মোট সুস্থ ১৬ জন।
"ঘরে থাকুন, সুস্থ থাকুন"
