ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ১ যুবকের মৃত্যু





স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান ইমনঃ

ঢাকা-ময়মনসিংহ রেল পথে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৩০জুন মঙ্গলবার বিকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেহেদী হাসান বিল্লাল নামের এক যুবক নিহত হয়েছে । নিহত ব্যাক্তি মেহেদী হাসান বিল্লাল (২৩) নান্দাইল উপজেলার বীর কামাট খালী গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান বিল্লাল (৩০জুন) মঙ্গলবার বিকালে ঢাকা-ময়মনসিংহ রেল পথে শিলাসী এলাকায় রেল ক্রসিং মোড়ে অবস্থান করছিল, এ সময় ঢাকাগামী তিস্তা আন্তঃনগর ট্রেন আসে তিনি তখন রেললাইনে বসে ছিলেন, চালক অনেক বার হর্ণ বাজান কিন্তু তাতে তিনি সাড়া দেন নি । যখন ট্রেন টি খুব কাছে আসে তখন তিনি রেল লাইনের উপর শুয়ে পড়ে । এতে তার শরীর কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হন ।

নিহত মেহেদী হাসান বিল্লাল এর পরিবার ও আত্মীয় স্বজনরা জানিয়েছেন, সে এক সপ্তাহ আগে বিয়ে করেছে । কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহীদুল্লা হিরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার আত্মীয়-স্বজনদের সাথে কথা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ