মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর জন্য লকাডাউনের কারনে যাতায়াতে অসুবিধা থাকার কারনে শহর ও গ্রাম-অঞ্চলের রোগীরা সঠিক সময়ে ডাক্তারগনের সাথে সরাসরি সাক্ষাত করে চিকিৎসা গ্রহন করতে না পারায় সাধারন রোগ নিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন।এজন্য সর্বসাধারণের সুবিধার্থে"দৈনিক কপোতাক্ষ নিউজ" অনলাইন পোর্টাল পত্রিকার পক্ষে-
আজ ০১ /০৭/২০২০ খ্রি. তারিখ সকাল ৯ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত অনলাইনে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করবেন--সরকারি রেজিস্টার্ড হোমিও চিকিৎসক ডা.এম.এ.মান্নান হোমিও কনসালটেন্ট ও গবেষক গভ.রেজি.নং-২৯১৭১ প্রধান চিকিৎসক মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র.
বিষয়- করোনা ভাইরাস ও অন্যান্য রোগ নিয়ে আলোচনা ও পরামর্শ। মোবাইল নং-০১৭২১৪০৬৭২০
সার্বিক দায়িত্বে থাকবেন-
হাসান সাদী
নাগরপুর উপজেলা প্রতিনিধি
মাও.আব্দুল রাজ্জাক হরিরামপুর উপজেলা প্রতিনিধি ইন্জি.তারিকুল ইসলাম। টাংগাইল উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম।
স.সা'দত কলেজ প্রতিনিধি,
দৈনিক কপোতাক্ষ নিউজ
ধন্যবাদান্তে : প্রভাষক মোহাম্মদ মহসীন আলী প্রকাশক ও সম্পাদক দৈনিক কপোতাক্ষ নিউজ
পরিচালনায়: ডা.এম.এ.মান্নান টাংগাইল জেলা প্রতিনিধি দৈনিক কপোতাক্ষ নিউজ
