মো: লাতিফুলআজম
কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:
এক বছরের বেশি সময় ধরে কিশোরগঞ্জে এলজিইডির বড় পুলের মোকা থেকে বাহাগিলি ইউনিয়নের ময়দানের পাড় পর্যন্ত এক কিলোমিটার সড়কে খোয়া বিছিয়ে রেখে কাজ বন্ধ রাখা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে খোয়া বিছানো সড়কের বেশ কয়েকটি স্থানে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঐ সড়ক দিয়ে ভারী যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, বাহাগিলি ইউনিয়নের ময়দানের পাড় থেকে বড় পুলের মোকা পর্যন্ত এক কিলোমিটার সড়কে ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটির বড় পুলের মোকা, আতিয়ারের বাড়ির সামনে, ছোট পুলের মোকা, ছাদেরের বাড়ির সামনেসহ কয়েকটি স্থান ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ময়দানের পাড় এলাকার বাসিন্দা আবু জাকরিয়া জানান, গত দশ থেকে পনের বছর সড়কটির সংস্কার কাজ করা হয়নি। চার-পাঁচ বছর ধরে সড়কটি নিয়ে পত্রিকায় লেখালেখি হয়ে আসছে। এটি বাহাগিলি-কিশোরগঞ্জ যাতায়াতের একমাত্র সড়ক। সড়কটি সংস্কারের জন্য ২০১৮-১৯ অর্থবছরে সরকার কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু প্রথমে সড়কের দুই পাশে এজিং করে এবং পরে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে সড়কটি চাষ করে আবার তা রোলার দিয়ে সমান করে কাজ বন্ধ করে দেয়। অটোচালক সহিদার রহমান বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের বেশ কয়েকটি জায়গা ভেঙে গেছে। ফলে অটো নিয়ে চলাচল মুশকিল হয়ে পড়েছে। এমনিতেই করোনাকাল তার ওপর আবার দুর্ভোগ। বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু বলেন, এক বছর আগে ঠিকাদার সড়কের কাজ শুরু করেন, কিন্তু এরপর আর কোনো খবর নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। এলজিইডির উপজেলা প্রকৌশলী মজিদুল হক বলেন, নীলফামারীর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে খুব দ্রুত কাজ শুরুর ব্যবস্থা করব।
