তিনি বলেন বিগত জুলাই-আগষ্টের ছাত্র গণঅভূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে,বিশেষ করে শিক্ষা মন্রনালয় এখনো তাদের নিয়ন্ত্রনে। কারণ মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব ৭/৮ জন সমন্বয়কের সামনে মে মাসের মধ্যে এমপিওভূক্তি এবং জুলাই থেকে বেতনের প্রতিশ্রুতি দিয়েছেন,তার পর ৭/৮ মাস অতিবাহিত হলো কিন্তু এখনো এমপিওভূক্তির প্রজ্ঞাপন জারি হলো না। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদয় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির কথা পূণঃব্যক্ত করলেও নীতিমালার (প্রনয়নের শুভঙ্করের ফাঁকি) দোহাই দিয়ে কালক্ষেপন করছে, এমপিওভূক্তির বিষয়টি অনিশ্চিত করে তুলছে, আবার সামনে জাতীয় নির্বাচন,হাতে সময় নাই,তাই সরকারকে আর সময় দিবে না অভূক্ত শিক্ষক-কর্মচারীগণ, ৩০শে অক্টোবর ডেডলাইন,এর মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে ২রা নভেম্বর হতে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে,স্বপরিবারে চিরা-মুড়ি জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকার রাজপথে আন্দোলন করে,প্রয়োজনে কালো পিচঢালা রাজপথ রক্ত-বন্যার বিনিময়ে হলেও এমপিও আদায় করবে ইনশাল্লাহ।হয় মৃত্যু না হয় বিজয়(এমপিও)DO or DIE....DO or DIE....DO or DIE.(মরলে শহীদ, বাঁচলে এমপিও)।সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসুচি।
৩০শে অক্টোবরের মধ্যে এমপিওভূক্তির প্রজ্ঞাপন
নিউজ ডেস্কঃ আজ মিটিং শেষে বক্তব্য রাখেন শিক্ষক নেতা। শিক্ষক নেতা বলেন আগামী ৩০শে অক্টোবরের মধ্যে এমপিওভূক্তির প্রজ্ঞাপন, নইলে ২রা নভেম্বর হতে কম্প্লিট শার্টডাউন....প্রিন্সিপাল সেলিম মিঞা।অদ্য বিকাল ৩.৩০ টায় ময়মনসিংহ বাইপাস হাক্কানি মোড়ে নর্থসাউথ বাংলা কলেজ শ্রেণিক্ষে ময়মনসিংহ জেলা ও বিভাগীয় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিঞা।
