নিউজ ডেস্কঃ দু'গ্রুপের বন্দুক যুদ্ধে সাতক্ষীরায় এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিলে উক্ত বন্দুকযুদ্ধে সাতক্ষীরা সদরের তলুইগাছা গ্রামের মৃত্যু মোসলেম আলী সরদাররের ছেলে লিয়াকত আলী (৪৫) নামে এক জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোররাতে কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলছে- এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এসময় তার পাশে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা পড়ে ছিল। পুলিশ তাৎক্ষণিক বুলেটবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে ১০ টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার ছেলে মোঃ মোখলেছুর রহমান জানান গত রাত ১০ টার দিকে তার আব্বা বাসা থেকে বের হয় পরে গভীর রাতে সংবাদ আসে তার আব্বাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে।
ভোরে স্থানীয় চৌকিদার মাধ্যমে জানতে পারেন তার আব্বা বন্দুক যুদ্ধে মারা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সদর হাসপাতাল মর্গে ছিলো।
