মিঠুন কুমার রাজ,
স্টাফ রিপোর্টার।
অনলাইন ভিত্তিক আলোচনায় ইমাম মোয়াজ্জেনদের বেতন সরকারীকরণ করার জন্য সময়ের আলাপন অনুষ্ঠানে ব্যাপক আলোচনা হয়।
বাংলাদেশের প্রায় ৩ লক্ষ মসজিদ রয়ছে। সেখানে ইমাম ও মোয়াজ্জেম দের চাকরির কোন উল্লেখ যোগ্য নিয়ম নীতি নেই।
৯৫ শতাংশ মুসলিম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মসজিদ সেই মসজিদের ইমামদের চাকরির দিকে খেয়াল করছেন না কোন সরকারই।
এ বিসয় সময়ের আলাপন নামক লাইফ প্রোগ্রামে বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুতফুল রহমান এর উপস্থিততে বিস্তারিত আলোচনা করেন।
মতিউর রহমান শাহীনে সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগান্তরের সিনিয়র রিপোর্টার এস এম ফারুক।
এস এম ফারুক বলেন মসজিদের ইমাম মোয়াজ্জেন দের বেতন ১০ টাকা ৫ টাকা করে উঠিয়ে মাসিক বেতন কালেকশন করা হয় যা একজন ইমামের জন্য মোটেই উপযোগী নয়। দেশের সর্বোচ্চ সম্মানিত প্রেসার সম্মানিত যেন সবচেয়ে নিম্নমানের এটাই মনে হচ্ছে তাই বর্তমান সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছে সঞ্চালক মতিউর রহমান শাহীন যেতে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণ করা হয়।
মাওলানা লুৎফর রহমান বলেন ইমাম-মুয়াজ্জিনদের বিল বেতন কার্যকারী করে মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে মনে করেন ইতিমধ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে মাওলানা লুৎফর রহমান জানিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক রয়েছেন।
মতিউর রহমান শাহিন সময়ের আলাপন এর মাধ্যমে জোরালো দাবি জানিয়েছেন যাতে অবহেলিত ইমাম মোয়াজ্জেন দের বেতন সরকারিকরণ করে ইসলামের ভাবমূর্তি রক্ষা করেন ইমাম সমাজ দের মুখে হাসি ফোটান।
