পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন - প্রভাষক সবুজের




প্রেস বিজ্ঞপ্তিঃ মহরুম আবুল কাশেম ভাই এর আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী।২০১৬ সালের ৩১ আগস্ট নির্মমভাবে পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম কে হত্যা করা হয়।


যে মানুষটা তিলে তিলে তৈরি করেছিলো পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগকে। যিনি দীর্ঘ ১৭ বছর পাশাপোল ইউনিয়ন আওয়মীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।আপামর মানুষের বন্ধু, ইউনিয়ন বাসীর সুখ-দুঃখের সাথী মরহুম আবুল কাসেম এর ৪র্থ মৃত্যুবার্ষিকী তে জানায় পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের  পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধঞ্জলী।এবং সকলে দোয়া করবেন মহান আল্লাহ যেনো কাসেম ভাই কে জান্নানত নসীব করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ