ওষুধ ডাকাতির দায়ে ৬ সৌদি নাগরিক গ্রেফতার




মোহাম্মদ বেলাল উদ্দিন 

সিনিয়র স্টাফ রিপোর্টার 


ওষুধ ডাকাতির দায়ে ৬ সৌদি নাগরিক গ্রেফতার হয়েছেন। তাদের কাছ থেকে প্রচুর পরিমানে চোরাই ওষুধ উদ্ধার করেছে মদিনা পুলিশ। 


এই সংঘবদ্ধ ওষুধ ডাকাতদের পবিত্র নগরী মদিনা থেকে গতকাল( ২৬ আগস্ট) গ্রেফতার করা হয়। এদের সকলের বয়স ৩০ এর কোঠায়।


জানা যায় এরা মদিনা নগরীর তিনটি ক্লিনিক থেকে এই বিপুল পরিমান ওষুধ ডাকাতি করেছিল।


মদিনা পুলিশের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল আল কাহতানি গণমাধ্যমে  বলেছেন এই ডাকাতদল মদিনা নগরীর তিন ক্লিনিক থেকে বিপুল পরিমানে ওষুধ ডাকাতি করেছে। এছাড়া আরো এ ধরনের ডাকাতির সাথে এদের জড়িত থাকার কথা সন্দেহ করা হচ্ছে।


তিনি আরো বলেন যে গ্রেফতার হওয়ার আগেই তারা বেশ কিছু ওষুধ লুকিয়ে ফেলেছে।


এদের সকলকেই বিচারের আওতায় আনার জন্য সৌদি কারাগারে পাঠানো হয়েছে।


করোনাভাইরাস তান্ডবের মাঝে এ ধরনের চুরির ঘটনা বেশ ন্যাক্কারজনক এতে কোন সন্দেহ নেই।


সৌদি আরবের করোনা পরিস্থিতি আগের চেয়ে বর্তমানে কিছুটা ভাল হয়েছে।


তবে এখনো চলছে সংক্রমণ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ