ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু




সম্রাট হোসেন,শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধিঃঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে দেড় বছরের আবুবক্কর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির মাগানমাঠ উত্তরপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর মাগানমাঠ গ্রামের ফারুক হোসেন ও সাগরী খাতুনের পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়,শনিবার দুপুরে মৃত আবু বক্কর এর বাবা গরু গোসল করাচ্ছিল এবং মা সাগরি খাতুন গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলো।এরইমধ্যে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পরে আবু বক্কর মারা যায়।খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে আবু বক্কর এর মৃতদেহ ভাঁসতে দেখা যায়।পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভৈরবা হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ