কিশোরগঞ্জে প্রথম বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন




মোঃ: লাতিফুল আজম

কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:



মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সন্ত্রাস,জঙ্গিবাদ, মাদক,ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত সমাজ গড়তে প্রথম বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।


আজ শনিবার বিকেল ৪ টায় কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় শুভ উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নীলফামারী পুলিশ সুপার বিপিএম, পিপিএম মোঃ মোখলেছুর রহমান।


এ সময় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বাড়ি(পাইলট) নির্বাহী অফিসার রোকসানা বেগম অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল মাগুরা ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব বিট পুলিশিং অফিসার এস নুরুন্নবী সরকার প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ