নগরকান্দায় দুই সন্তানের জননী সাপের কামড়ে মৃত্যু


ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশদী ইউনিয়নের বড় শ্রীবরদী গ্রামের জাকির মাতুব্বার  এর স্ত্রী দুই সন্তানের জননী সিমা বেগম (২৬) মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার  সময় দুপুরে রান্না করার জন্য ঘরে থাকা ফ্রিজ থেকে মাছ আনতে গেলে     ইঁদুরের গর্তের ভিতরে পা পড়ে গেলে বিষাক্ত সাপের কামড় মারলে বিষের জ্বালায় ছটফট করতে থাকে সীমা বেগম পাড়া-প্রতিবেশীরা এসে  দেখলে সবাই ধারণা করে শাপে কামড় দিয়েছে তাৎক্ষণিক ফকির ফক্ষর দিয়ে চিকিৎসা করালে ও বিশের যন্ত্রণায় ছটফট করতে থাকে সীমা বেগম এক পর্যায়ে সীমা বেগমকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে কর্মরত ডাক্তাররা সাপের নাম না বুঝতে পারায় ফরিদপুর রেফাট করে। ফরিদপুর নেয়ার পথে সীমা বেগম মারা যায়। নিহত সীমা বেগমের এক ছেলে এক মেয়ে রয়েছে তাহাকে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করা হয়। সিমা বেগম বিষাক্ত সাপের কামড়ের মৃত্যুতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী বলেন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি বিষাক্ত সাপের ইনজেকশন থাকতো তাহলে এভাবে সীমা চলে যেত না তাই আমাদের দাবি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবসময় বিষাক্ত সাপের কাটা ইনজেকশন পাওয়া যাবে এই প্রত্যাশাই এলাকাবাসী। নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ফরাদ বলেন আমাদের হাসপাতালে সাপের কোন ইনজেকশন না থাকায় রোগীকে ফরিদপুর রেফাট করি


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ