মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০ উদযাপিত




আলমগীর হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি 


আজ ২৮ সেপ্টেম্বর ২০২০ইং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার নজরুল হলে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


"সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে" এই স্লোগান কে সামনে রেখে উক্ত আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো "তথ্য অধিকার, সংকটের হাতিয়ার"


এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অভিষেক দাস, ভুমি কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম কমল, কৃষি অফিসার জনাব মাইনুদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সফিউল আলম তালুকদার।


অধিকার-২০০৯ নিশ্চিত লক্ষে অধিকার সম্পর্কে অবগত করান উপজেলা নির্বাহী অফিসার। তারপর ভূমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানান ভূমি কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম কমল। তিনি জানান প্রত্যেই নিজস্ব সম্পদের তিনটি "দ" নিশ্চিত করতে পারলে সে তার জমির যোগ্য অধিকারি। যেমনঃ দলিল, দাখিলা ও দখল। তিনি আরও জানান উপজেলায় জায়গা সম্পত্তি বঞ্চিত লোকদের  প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি পক্ষ থেকে ৫ শতক জমির ব্যবস্থা করে দেওয়া হবে। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করে সভার সমাপ্তি টানেন। সে সময় বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকসহ অনেকেই তথ্য অধিকার নিশ্চিত লক্ষে স্ব স্ব মন্তব্য ও অভিমত ব্যক্ত করেন।


তথ্য অধিকার দিবস-২০ এর আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন, মুরাদনগর, কুমিল্লা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ