শাহ আলম জাহাঙ্গীর
ব্যুরো চিফ, কুমিল্লা
কুমিল্লার হোমনায় দুই সহোদর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি আতিকুর রহমান (মুকুল) ও সাবেক পৌর যুবলীগ সভাপতি আনিসুর রহমানের (আনিছ)এর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। হোমনা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে ওভার ব্রিজ সংলগ্ন বালুর মাঠে কাঙ্গালী ভোজ, স্মরণসভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লায়ন কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, হোমনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির, মো.ইকবাল হোসেন, পৌর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল, যুবলীগের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন,মাহবুবুর রহমান বকুল, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স ,যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন,মো. মাসুদ কলি ও মো. তাসলিম সরকারসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।পরে মরহুম দুই ভাইয়ের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা মো. ইব্রাহীম ।
জানা গেছে ,২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি আতিকুর রহমান মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর পর ২৮ সেপ্টেম্বর তার আপন বড় ভাই পৌর যুবলীগের সভাপতি আনিছুর রহমান আনিস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।