সম্রাট হোসেন,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রাণীনগর গ্রামে মো: তোপু হোসেনের (১৫) নামের ইজিবাইক চালক কে হত্য করে ইজিবাইক ছিনতায় করে কে বা কারা কুষ্টিয়ার ভাদালিয়া নামক স্থানে রাস্তার পাশে ফেলে রেখে যায়। উপজেলার রানি নগর গ্রামে আনারুল মণ্ডল এর এক মাত্র ছেলে। তার মৃত্যু তে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এবং তারা হত্যকারি দের ধরে কঠর শাস্তির দাবি করে।
