লাকসাম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-
২৯/০৯/২০ইং মঙ্গলবার রাত ৯টার দিকে লাকসাম মুদাফরগন্জ সড়কের চিকোনিয়া আনচারিয়া কমপ্লেক্স সামনে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালিত সিএনজি চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মৃত্যু সিএনজি অটোচালক শরিফ হোসেন (২৫) সে লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ দিকে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিতে চালক দুইজন যাত্রী নিয়ে লাকসামের দিকে আসছিল। চিকোনিয়া আনচারিয়া কমপ্লেক্ এলাকায় এলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজি চালক শরিফ হোসেন নিহত হন।সিনজিতে থাকা দুইজন যাত্রী আহতাবস্থায় স্থানীয়রা হাসপাতে ভর্তি করেন।
লাকসাম থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ট্রাক ও সিএনজি আটক করেন।
 
