আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি ঃ বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটায় ব্লাড গ্রুপ পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবী সংগঠন “নির্মিসা” এর উদ্যোগে মেডিকেল স্টুডেন্টস ইমন আরেফিন, তানভির হোসেন, আবদুল্লাহ আল মুনিব ও তামিম শাহরিয়ার সেখানে উপস্থিত ৩০০ জনের অধিক ব্যক্তির ব্লাড গ্রুপ পরীক্ষা করেন। রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পে এসময় নির্মিসার সদস্য মোহসেন শরীফ, তাহান, সাকিব আল সালিম, আশিক, মোস্তাফিজুর রহমান, জহির আলিম, হৃদয় দেবনাথ, রিপন দাস, অনিত আঢ্য, আরমানুজ্জামান, মাসুম বিল্লাহ, আল আমিন, মারিয়া সুলতানা তিথি, হিমা আক্তার ও সুমাইয়া সুলতানা বিথী সার্বিক সহযোগিতা করেন। ২টাকার বিনিময়ে ক্যাম্পে আগত ব্যক্তিরা ব্লাড গ্রুপ পরীক্ষা করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
