আশাশুনিতে জলবায়ু সহনশীল ফোরামের তালবীজ রোপন




 আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি ঃআশাশুনি সদর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে লিডার্সের বাস্তবায়নে সদর ইউনিয়নের ধান্যহাটী গ্রামের পূর্বপাড়া থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় আধামাইল রাস্তায় এ বীজ বপন করা হয়। লিডার্সের প্রতিনিধি মাধাই চন্দ্র সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এসময় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি বনমালী দাশ, ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম, ফোরামের কোষাধ্যক্ষ মিনতি সরকারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ