স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়াম মাঠ থেকেই বাংলাদেশ
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান থেকে র্বতমান অধিনায়ক
তামিম ইকবালসহ অনেক কিংবদন্তি খেলোয়াড় উঠে এসেছে। ঐতিহ্যবাহী
মাঠটি এখন ময়লা-আর্বজনার ভাগাড়ে পরিণত হয়ে খেলার অনুপযোগী হয়ে
পড়েছে।
এ অবস্থায় মাঠটিকে আগের রূপে ফিরিয়ে আনতে এবং মানুষকে পরিচ্ছন্ন
পরিবেশের জন্য উ সাহ যোগাতে শুক্রবার (১১সেপ্টেম্বর) ভলান্টিয়ার
ফর বাংলাদেশ (ভিবিডি) - চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম সিটি র্কপোরেশন
এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ২০০জন স্বেচ্ছাসেবক
নিয়ে "ঞবধস টঢ় ঃড় ঈষবধহ টঢ়" নামে পরিচ্ছন্নতা প্রকল্পের ২য় র্পব
সম্পন্ন করেছে। এর আগে গত ২৫শে আগষ্ট প্রথমবারের মতো তারা
মাঠটি পরিষ্কার করে।
এই র্পবে ভিবিডি'র সাথে ঐঁষঃ চৎরুব ধঃ ঈঠঅঝট ও ডব নামে একটি
পরিবেশবাদী সংগঠনও অংশগ্রহণ করেছে।
এদিন তারা সিটি র্কপোরেশনের পরিচ্ছন্ন র্কমীদের সহায়তায় মাঠ থেকে
পানি নিষ্কাশন, ময়লা-আর্বজনা পরিস্কার, মাঠের উঁচুনিচু জায়গাগুলো
সমান করে, আশেপাশের আগাছা কেটে মাঠটিকে খেলার উপযোগী করে
তোলার চেষ্টা করেন। র্সবশেষ মাঠটি পরিষ্কার রাখতে জনসাধারনকে
সচেতন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন স্লোগান সম্বলিত
প্লের্কাড প্রর্দশন করেন।
প্রকল্প সম্মন্ধে ভিবিডি চট্টগ্রামের সভাপতি মোঃ কাউসার হোসেন
বলেন, "এই মাঠ চট্টগ্রামের গৌরব, এটিকে বাঁচিয়ে রাখা আমাদের
নাগরিক দায়িত্ব। আমাদের দায়িত্ববোধ থেকেই মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে ও আগামী ডিসেম্বর র্পযন্ত রক্ষনাবেক্ষণ করতে আমাদের
এই উদ্যোগ। যাতে করে জনসাধারনের মাঝে একটি র্দীঘমেয়াদী
পরির্বতন আসে। আশা করি চট্টগ্রামের নাগরিক সমাজ ও র্কতৃপক্ষ
মাঠটির দিকে সদয় দৃষ্টি দিয়ে মাঠটিকে সংস্কার করবেন এবং
তরুণদেরকে খেলাধুলায় উদ্ভুদ্ধ করে দেশের জন্য গৌরব বয়ে আনার
সুযোগ করে দিবেন।"
এ সর্ম্পকে চট্টগ্রাম সিটি র্কপোরেশন প্রশাসক জনাব খোরশেদ আলম
সুজন বলেন, "এটি ভলান্টিয়ার ফর বাংলাদেশের অত্যন্ত ভালো একটি
উদ্যোগ। তরুণদের এই র্কাযক্রমগুলো আমার কাজে উ সাহ জোগায়।
সিটি র্কপোরেশন থেকে যা যা লাগবে, আমরা তা দিয়ে তাদেরকে সাহায্য
করবো।"