মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় জলবায়ু পরিষদের
কোভিড-১৯ রেসপন্স সমন্বিত পরিকল্পনা মিটিং অনুষ্ঠিত হয় আজ ৯/৯/২০ রোজ-বুধরার বিকাল -৪ টায় জলবায়ু পরিষদের সাধারন সম্পাদক অদ্রীস আদিত্য মন্ডলের সভাপতিত্ব মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করা হয় কয়রার প্রশাসন, এনজিও, সামাজিক সংগঠন নিয়ে সমন্বিত ভাবে কোভিট-19 রেসপন্স এর সচেতনতা, চিকিৎসা সেবা, নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এই সকল কাজের কাজের পরিকল্পনা করা হয়।জলবায়ু পরিষদের উদ্যোগে মাস্ক ও সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হবে।জলবায়ু পরিষদের মিটিং উপস্থিতি জলবায়ু পরিষদ, জলবায়ু পরিষদ সদস্যদের মধ্য ছিলেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা,রিয়াছাদ আলী,নুরুল আমিন নাহিদ,এ্যাড:আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক রাসেল রানা,আয়েশা আক্তার,মনিরুজ্জামান,রহিমা খাতুন,সিএসআরএল ফিল্ড অফিসার নিরাপদ মুন্ডা প্রমুখ।
