কোটচাঁদপুরে স্কুল শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া





খোন্দকার আব্দুল্লাহ বাশার। 

খুলনা ব্যুরো প্রধান। 



ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অসাধারণ প্রতিভাবান শিক্ষাগুরু সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ মোল্লা  আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেছেন। (৯ই সেপ্টেম্বর) বুধবার ভোররাত ৪.৪০ মিনিটের দিকে তার মেয়ের বাসায়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি….রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২  বছর। তিনি স্ত্রী,১ কন্যা ১পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


পারিবরিক সূত্র জানায়, বুধবার ভোর ৪ টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারকিছুক্ষন পড়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরও জানান তিনি দীর্ঘদিন ধরে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলেন

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল ৯ টায় তার লাশ পৌর  শহর সংলগ্ন ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়ীতে আনা হলে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র/ছাত্রীসহ সর্বস্তরের মানুষ তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন। দুপুর ২ টায় প্রথম জানাযা নামায অনুষ্ঠিত হয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং দ্বিতীয় জানাযা বিকাল ৫ টায় মেইন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন কোটচাঁদপুর রিপোর্টাস ইউনিটির সাংবাদিকবৃন্দ। আরও শোক প্রকাশ করেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ