নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র জমা


মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস. এম. রেজাউল ইসলাম রেজুর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রোববার বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় রেজু বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আত্রাই-রাণীনগরের মানুষ বিএনপির নেতৃত্বের ওপর আস্থাশীল বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শেখ মো. আলাউল ইসলাম মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুশৃঙ্খল পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ